Wellcome to National Portal
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর 

মহাখালী, ঢাকা-১২১২

                        www.dgme.gov.bd                      

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

হালনাগাদ কৃত- ৩১.০৩.২০২৪ খ্রি.

১.রূপকল্প ও অভিলক্ষ

রূপকল্প (Vision):

সার্বজনীন স্বাস্থ্য সেবা সম্প্রসারণে ও নিশ্চিতকরণে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত জনবল তৈরি।

অভিলক্ষ (Mission):

চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মানসম্মত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা চালুকরণ ও নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়নের নিমিত্তে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, গবেষণামূলক কাজ বৃদ্ধিকরণ ও প্রকাশের সুযোগ সম্প্রসারণ।

২. প্রতিশ্রুত সেবাসমূহ:

 

২.১ নাগরিক:

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

১.

মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে দেশি ছাত্র-ছাত্রী ভর্তি

বিজ্ঞপ্তি অনুয়ায়ী দেশি ভর্তিচ্ছু যোগ্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে প্রয়োজনীয় কাগজ পত্রসহ নির্ধারিত ফরমে নির্ধারিত সময়ে আবেদন দাখিল করতে হয়। আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরন এবং পূন:নিরীক্ষাণ ডিজিটাল পদ্ধিতে সম্পন্ন করা হয়। উত্তরপত্র ওএমআর মেশিনে পরীক্ষা করা হয়।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://dgme.teletalk.com.bd  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  www.dgme.gov.bd   স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd  হতে জানা যাবে।

দেশি ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদনপত্র দাখিল করার পর, টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে। দেশি ছাত্র-ছাত্রীদের পরিক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

 

২.

মেডিকেল/ডেন্টাল কোর্সে বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি

Admission of foreign students in Medical/Dental college

বিজ্ঞপ্তি অনুয়ায়ী বিদেশি ভর্তিচ্ছু যোগ্য ছাত্র-ছাত্রীর আবেদন অনলাইনে দাখিল এবং হার্ডকপি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্তির পর অধিদপ্তর কর্তৃক নম্বরপত্র সমতাকণ করার পর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা।

Decision regarding foreign student’s admission take place after getting application through online platform and hard copy through concerned Bangladesh Embassy and Ministry of Foreign Affairs.

 

১. অনলাইনে আবেদন দাখিল (https://foreignstudents.dgme.gov.bd/login )

২. অনলাইনে আবেদন দাখিল ২. অনলাইন আবেদনের একটি প্রিন্টেড কপিসহ নির্ধারিত ফরমে আবেদন (সেট)

৩.পাসপোর্ট-এর সত্যায়িত ফটোকপি

৪. ‘ও’ এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষার সনদপত্র ও মার্কসিট (নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত)

৫. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (৬ কপি)

৬. ফি জমাদানের টেলিগ্রাফ ট্রান্সফার /SWIFT এর মূল কপি

প্রাপ্তিস্থানঃ সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস/মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd

1. Application through online platform (https://foreignstudents.dgme.gov.bd/login)

2. Application in Prescribed Form (3 sets) along with Printed copy of online application.

3. Attested Photocopy of Passport.

4. Certificated & Marks Sheet of `O’ and `A’ level/equal standard (Attested by competent authority).

5. Passport size attested photograph (6 copies) 6. Original copy of Telegraphic Transfer (T.T)/SWIFT of Processing Fee.

Source of Documents:

Website of Concerned Bangladesh Embassy/Mission, Ministry of Foreign Affairs, Medical Education

& Family Welfare Division and Directorate General of Medical Education.

www.dgme.gov.bd

বিনামূল্যে (আবেদন ফরম)

আবেদন প্রক্রিয়াকরণ ফি ৭০ মার্কিন ডলার

 

Free of cost (Application Form)

 

Application Processing Fee- 70 USD

৩০ কার্যদিবস

 

30 working days

 

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

৩.

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এর প্রশাসনিক ও একাডেমিক অনুমোদন, নবায়ন এবং আসনবৃদ্ধি

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ অনুসারে বেসরকারিভাবে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইন অনুসারে নির্ধারিত ছকসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক নীতিগত অনুমোদন প্রদান করা হয়। নীতিগত অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি উদ্যোক্তা কর্তৃক সরকারি কোষাগারে জমা প্রদানের পর শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদন পাওয়ার পর এ সংক্রান্ত কমিটির পরিদর্শন প্রতিবেদনের সুপারিশক্রমে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ-এর অনুমোদনের বিষয়টি নিষ্পত্তি করা হয়। মেডিকেল/ডেন্টাল কলেজের আসন সংখ্যা নির্ধারণ/বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের সুপারিশসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর আবেদনের প্রেক্ষিতে এ সংক্রান্ত পরিদর্শন কমিটি কর্তৃক পরিদর্শন করা হয়।

পরিদর্শন প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে মোতাবেক আসন সংখ্যা নির্ধারণের/বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র

২. নির্ধারিত ছক (নীতিমালার বর্ণিত ছক) (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাওয়া যাবে)

৩. ১ম পরিদর্শন (নীতিগত অনুমোদন) ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

৪. ২য় পরিদর্শন (চ‚ড়ান্ত অনুমোদন) ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

৫. নীতিগত অনুমোদন প্রাপ্তির পর অনুমোদন ফি হিসেবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ১-২৭০১-০০০১-২৬৮১ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

৬. চ‚ড়ান্ত অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন বাবদ প্রতি ০২ (দুই) বছরের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ১-২৭০১-০০০১-২৬৮১ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

৭. একাডেমিক অনুমোদন নবায়ন এবং আসনবৃদ্ধির জন্য বেসরকারি মেডিকেল কলেজে প্রতিবারে পরিদর্শন ফি ৭৫০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।

৮. একাডেমিক অনুমোদন নবায়ন এবং আসনবৃদ্ধির জন্য বেসরকারি ডেন্টাল কলেজে প্রতিবারে পরিদর্শন ফি ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা।

প্রতিটি ধাপের নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

ট্রেজারি কোড: ১-২৭০১-০০০১-২৬৮১

৬০ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

     পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

৪.

বেসরকারি মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুমোদন;

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ম্যাটস এবং আইএইচটি স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০২২ অনুসারে এবং বেসরকারি পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ এবং বেসরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজি স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ অনুসারে বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত নীতিমালা অনুসারে বেসরকারি ম্যাটস ও আইএসটি স্থাপন ও পরিচালনার জন্য নির্ধারিত ছকসহ (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাওয়া যাবে) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন প্রদানের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র

২. নির্ধারিত ছক (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাওয়া যাবে)

৩. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

৪. নীতিগত অনুমোদন প্রাপ্তির পর শিক্ষা কার্যক্রম শুরুর নিমিত্ত ছাড়পত্র গ্রহণ বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান সংক্রান্ত ট্রেজারী চালানের মূলকপি।

নির্ধারিত ফি অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা প্রদান করতে হবে। নীতিগত অনুমোদন প্রাপ্তির পর ছাড়পত্র ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ১-২৭০১-০০০১-২৬৮১ কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

 

 

২.২ প্রাতিষ্ঠানিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

১.

পদসৃষ্টি

বিদ্যমান বিধি ও বিধান অনুসরণে প্রস্তাবনা মহাপরিচালক মহোদয়ের সম্মতি ও সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

পদ সৃজন এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিত চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তিস্থান:

  • জনপ্রশাসন মন্ত্রণালয়
  • প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  • এইচ আর এম শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনা মূল্যে

 

৩০ কর্মদিবস

অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমান

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

+৮৮০১৭১৫১৩৫২১২

kaziafzalrahman@yahoo.com

২.

পদ সংরক্ষণ

পদ সৃজনের আদেশ জারির পর মন্ত্রিপরিষদের আদেশ মোতাবেক প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে ৩ বছর মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুমতিক্রমে এবং ৪র্থ বছর হতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিক্রমে পদ সংরক্ষণ-এর জন্য সুপারিশ প্রেরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিত চেকলিস্ট পদ সৃজনের সরকারি আদেশ, পদ সৃজনের পর সকল সংরক্ষণের মঞ্জুরী আদেশ।

প্রাপ্তিস্থান:

  • প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনা মূল্যে

 

৩০ কর্মদিবস

অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমান

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

+৮৮০১৭১৫১৩৫২১২

kaziafzalrahman@yahoo.com

৩.

পদ স্থায়ীকরণ

বিদ্যমান বিধি বিধান অনুসরনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগের সম্মতিক্রমে আদেশ জারির জন্য সুপারিশ করা হয়।

১.পদ স্থায়ীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম (পূরণকৃত)

২.দপ্তর/অধিদপ্তরের প্রস্তাব

৩.পদ সৃজনের সরকারি আদেশ

৪.পদ সৃজনের পর সকল পদ সংরক্ষণের মঞ্জুরী আদেশ।

প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনা মূল্যে

 

৩০ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৪.

অধিদপ্তর নিয়ন্ত্রিত দপ্তর সমূহের প্রধান এর বদলী জনিত কারণে সাময়িকভাবে আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এর ক্ষমতা প্রদান

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন।

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন।

৩। অনুমোদনের জন্য সদয় উপস্থাপন।

৪। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

৫। অনুমোদিত হলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

  • বদলী/ পদায়নে প্রজ্ঞাপন
  • আর্টিকেল ৪৭

বিনামূল্যে

৩-৪ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৫.

উন্নয়ন প্রকল্প (ডিপিপি প্রণয়ন)

বিদ্যামান বিধি-বিধান অনুসরণ পূর্বক জনপ্রশাসন, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের সহায়তায় ডিপিপি প্রণয়ন করা হয়।

১.  PIP  ছক

২.  OP  ছক

৩.  DPP/TPP ছক

প্রাপ্তিস্থান:

১) পরিকল্পনা শাখা, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ

২) পরিকল্পনা কমিশন

বিনামূল্যে

পরিকল্পনা বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ সংশোধিত পরিপত্রের নির্দেশিত সময়ানুযায়ী

অধ্যাপক ডা. কাজী আফজালুর রহমান

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

+৮৮০১৭১৫১৩৫২১২

kaziafzalrahman@yahoo.com

৬.

গবেষণা কার্যক্রমের সহায়তা ও সমন্বয়

গবেষণা কার্যক্রমে টেকনিক্যাল সহয়াতা প্রদান এবং  মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আইএইচটি, ম্যাটস্ এবং অল্টারনেটিভ মেডিকেল কলেজ সমূহে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান।

প্রাপ্তিস্থান:

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন) এর দপ্তর,

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে

যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে

অধ্যাপক ডাঃ রোকসানা আহমেদ

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭৩১১৯৮৮৭৪

rukshanaahmed1966@gmail.com

৭.

কারিকুলাম প্রনয়ন, পর্যালোচনা ও   যুগপযোগীকরণ

এমবিবিএস, বিডিএস, এএমসি, আইএইচটি ও ম্যাটর্স কোর্সের কারিকুলাম প্রনয়ন, পর্যালোচনা, যুগপযোগীকরণ ও হালনাগাদ করা।

প্রাপ্তিস্থান:

১)পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন) এর দপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

২) বিএমডিসি

৩) ষ্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ

বিনামূল্যে

যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের সহযোগিতায়

অধ্যাপক ডাঃ রোকসানা আহমেদ

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭৩১১৯৮৮৭৪

rukshanaahmed1966@gmail.com

৮.

অধিদপ্তরাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের

ক) বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) অনুমোদন।

খ) দরপত্রের প্রশাসনিক অনুমোদন প্রদান।

গ) দরপত্রের বিলের ব্যয় মঞ্জুরি প্রদান

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন।

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন।

৩। অনুমোদনের জন্য সদয় উপস্থাপন।

৪। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

৫। অনুমোদিত হইলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

প্রাপ্তিস্থান:

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা) এর দপ্তর,

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে

৭-১০ কর্ম দিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

৯.

তদন্ত কার্যক্রম পরিচালনা

বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা

 

বিনামূল্যে

যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১০.

মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নের উত্তর প্রস্তুত করা

ক) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রশ্ন তালিকা পাওয়ার পর আওতাধীন প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করা হয়।

খ) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশ্নের উত্তর প্রেরণ

১) প্রশ্ন তালিকা

বিনামূল্যে

৩ কার্যদিবস

অধ্যাপক ডা. মো: টিটো মিঞা

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭০৮৯০৬৭৭৮

titum21@gmail.com

১১.

মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর জন্য প্রশ্নের উত্তর প্রস্তুত করা

ক) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রশ্ন তালিকা পাওয়ার পর আওতাধীন প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করা হয়।

খ) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশ্নের উত্তর প্রেরণ

১) প্রশ্ন তালিকা

বিনামূল্যে

৫ কার্যদিবস

অধ্যাপক ডা. মো: টিটো মিঞা

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭০৮৯০৬৭৭৮

titum21@gmail.com

১২.

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ হতে প্রেরিত খসড়া নীতিমালা, কৌশল এবং নির্দেশিকার ওপর মতামত প্রদান

পত্র কিংবা ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত খসড়া নীতিমালা, কৌশল এবং নির্দেশিকা পরিবীক্ষণ করে এবং আওতাধীন দপ্তর/সংস্থা হতে মতামত উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ হতে প্রাপ্ত নীতিমালা, কৌশল এবং নির্দেশিকার খসড়া এবং দপ্তর/সংস্থা হতে প্রাপ্ত মতামত।

বিনামূল্যে

২০ কার্যদিবস

অধ্যাপক ডা. মো: টিটো মিঞা

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭০৮৯০৬৭৭৮

titum21@gmail.com

১৩.

পরিদর্শন সংক্রান্ত

সরেজমিনে পরিদর্শন পরবর্তী প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহন এবং প্রযোজ্যক্ষেত্রে প্রতিবেদন সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের বিবিধ ফরম এ পরিদর্শন ছক রয়েছে।

বিনামূল্যে

০৭ কার্যদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

১৪.

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ  বিভাগ হতে প্রেরিত মামলাসমূহের ওপর মতামত প্রদান

পত্র কিংবা ই-মেইলের মাধ্যমে বিভাগের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহপূর্বক খসড়া মতামত প্রস্তুত করা হয়। খসড়া মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়।

প্রাপ্তিস্থান:

পরিচালক (শৃঙ্খলা) এর দপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনামূল্যে

০৭ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

 

 

 

 

২.৩ অভ্যন্তরীণ সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

১.

অর্জিত ছুটি/শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর

আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধান মালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। তৃতীয় বা তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ।

১. সাদা কাগজে আবেদনপত্র

২. নির্ধারিত ফর্ম (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫)

৩. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)/হিসাব শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে)।

প্রাপ্তিস্থান: হিসাব শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

২.

বিভাগীয় পরীক্ষার/ সিনিয়র স্কেল পরীক্ষার আবেদন পত্র পিএসসিতে প্রেরণ

স্থানীয় কর্তৃপক্ষের ফরওয়াডিংসহ আবেদনপত্র মন্ত্রণালয়ে কপি প্রেরণ পূর্বক পিএসসিতে আবেদনপত্র প্রেরণ।

স্থানীয় কর্তৃপক্ষের ফরওয়াডিংসহ আবেদনপত্র

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৩.

ক। বহিঃ বাংলাদেশ (অর্জিত/শিক্ষা) ছুটি মঞ্জুর

খ। লিয়েন মঞ্জুর/লিয়েন বর্ধিতকরণ মঞ্জুর

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিষ্পত্তি করে (সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমনের অনুমতি সংক্রান্ত আনুষাঙ্গিক নির্দেশনা এবং লিয়েন সংক্রান্ত নীতিমালা অনুসরনে) কর্মচারীদের ক্ষেত্রে সরকারী আদেশ জারী। 

 

কর্মকর্তাদের ক্ষেত্রে, বহিঃ বাংলাদেশ (অর্জিত/শিক্ষা), লিয়েন মঞ্জুর/লিয়েন বর্ধিতকরণ মঞ্জুরের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ।

১. সাদা কাগজে আবেদনপত্র

২. নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫)

৩. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)

৪. ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেডেটেড কর্মচারীদের ক্ষেত্রে)

৫. অফার লেটার

৬. লিয়েন শেষে দেশে ফিরে আসার অঙ্গীকারনামা।

প্রাপ্তি স্থান:

 প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৪.

উচ্চতর গ্রেড প্রদান

আবেদন পাওয়ার পর সরকার নির্ধারিত কমিটির সভায় উপস্থাপন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মচারীদের কাছে মঞ্জুরি আদেশ জারি করা/ কর্মকর্তাদের ক্ষেত্রে মন্ত্রণালয় অগ্রবর্তিকরণ

১) আবেদনপত্র

২) হালনাগাদ এইচআরআইএস

৩) পূর্ববর্তী পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন

৪) চাকুরি সন্তোষজনক মর্মে প্রত্যয়পত্র

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৫.

মৃত কর্মকর্তা/কর্মচারীদের পাওনা আর্থিক সুবিধাদি প্রদানের লক্ষ্যে দপ্তর প্রধান এর আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এর ক্ষমতা প্রদান

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন

৩। অনুমোদন জন্য সদয় উপস্থাপন

৪। দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

৫। অনুমোদিত হইলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান: আর্থিক ব্যবস্থাপনা শাখা, স্বাস্থ্য শিক্ষ অধিদপ্তর।

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৬.

সাধারণ ভবিষৎ তহবিল হইতে অগ্রিম মঞ্জুরী প্রদান এবং চূড়ান্ত মঞ্জুরী প্রদান।

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন।

২। নথির কাগজপত্র যাচাই করণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন।

৩। অনুমোদনের জন্য সদয় উপস্থাপন

৪। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন

৫। অনুমোদিত হইলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান: আর্থিক ব্যবস্থাপনা শাখা, স্বাস্থ্য শিক্ষ অধিদপ্তর।

বিনামূল্যে

৭-১০ কর্ম দিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

 

৭.

পিআরএল, লামগ্রান্ট মঞ্জুরী

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন

৩। অনুমোদন জন্য সদয় উপস্থাপন

৪। অনুমোদিত হইলে মন্ত্রণালয়ে অগ্রবর্তিকরণ

 

 

 

 

 

 

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর

পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১২৩২২২০

mhkabir2001@gmail.com

৮.

বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা ও দুদক মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র প্রদান।

প্রয়োজনীয় সকল জায়গায় তদন্ত সাপেক্ষে কাগজপত্র যাচাই বাছাই করে প্রত্যয়ন প্রত্র প্রদান।

 

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৯.

শৃঙ্খলা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ

 

প্রযোজ্য নয়

৭-১০ দিন

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১০.     

(ক) অডিট ছাড়পত্র প্রদান এবং প্রেরণ

(খ) অডিট আপত্তির ব্রডশীট জবাব প্রেরণ

প্রয়োজনীয় সকল কাগজপত্র যাচাই বাছাই করে অডিট ছাড়পত্র প্রদান/ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।

অডিট আপত্তি সংক্রান্ত ব্রডশিট জবাবসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ

 

বিনামূল্যে

০৫-১০ কর্মদিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

 

২.৪) আওতাধীন দপ্তর কর্তৃক প্রদত্ত সেবা

আওতাধীন দপ্তরসমূহের সিটিজেন চার্টার লিঙ্ক আকারে যুক্ত করতে হবে।

 

৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS: Grievances Redress System)

ক্রমিক

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তি সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সমাধান দিতে অপারগ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

ডা. মো: গুওসুল আজিম চৌধুরী

উপ-পরিচালক (এএমসি)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১০৮৭০৩০৬

chowdhuryajim55@gmail.com

৪৫ দিন

বিকল্প কর্মকর্তা

ডা. আবদুল মজিদ ওসমানী

উপ-পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১৬৮৪৫৮৬৮

osmani11243@gmail.com

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে অপারগ হলে

আপিল কর্মকর্তা

ড. মোহাম্মদ আবদুল কাদের (১৫১২৬)

যুগ্মসচিব (আইন অধিশাখা) (অতিরিক্ত দায়িত্ব)

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

মোবাইল: +৮৮০১৭১১০২৬৩৫১

ফোন: ৫৫১০০৯২৬

ই-মেইল: law@mefwd.gov.bd

১ মাস

 

 

 

৪) আপনার (সেবা গ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর) প্রত্যাশা:

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান

২)

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা

৩)

প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ইমেইলের নির্দেশনা অনুসরণ করা

৪)

সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

৫)

অনাবশ্যক ফোন/তদবির না করা।

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon