Wellcome to National Portal
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর                       

মহাখালী, ঢাকা-১২১২

                 www.dgme.gov.bd                      

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

হালনাগাদ কৃত- ৩০.০৯.২০২৪ খ্রি.

১.রূপকল্প ও অভিলক্ষ

রূপকল্প (Vision):

সার্বজনীন স্বাস্থ্য সেবা সম্প্রসারণে ও নিশ্চিতকরণে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত জনবল তৈরি।

অভিলক্ষ (Mission):

চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মানসম্মত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা চালুকরণ ও নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়নের নিমিত্তে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, গবেষণামূলক কাজ বৃদ্ধিকরণ ও প্রকাশের সুযোগ সম্প্রসারণ।

২. প্রতিশ্রুত সেবাসমূহ:

২.১ নাগরিক:

ক্রমিক নং

সেবার নাম

সেবা পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

১.

মেডিকেল/ডেন্টাল কলেজ সমূহে এমবিবিএস/বিডিএস কোর্সে দেশি ছাত্র-ছাত্রী ভর্তি

বিজ্ঞপ্তি অনুয়ায়ী দেশি ভর্তিচ্ছু যোগ্য ছাত্র-ছাত্রীদের অনলাইনে প্রয়োজনীয় কাগজ পত্রসহ নির্ধারিত ফরমে নির্ধারিত সময়ে আবেদন দাখিল করতে হয়। আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরন এবং পূন:নিরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়। উত্তরপত্র ওএমআর মেশিনে পরীক্ষা করা হয়।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে http://dgme.teletalk.com.bd  

এছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd  

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  www.dgme.gov.bd   

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd  হতে জানা যাবে।
দেশি ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদনপত্র দাখিল করার পর, টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে। দেশি ছাত্র-ছাত্রীদের পরিক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

২.

মেডিকেল/ডেন্টাল কলেজ সমূহে এমবিবিএস/বিডিএস কোর্সে বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি

 

Admission of foreign students in MBBS/BDS course in different Medical/Dental colleges

বিজ্ঞপ্তি অনুয়ায়ী বিদেশি ভর্তিচ্ছু যোগ্য ছাত্র-ছাত্রীর আবেদন অনলাইনে দাখিল এবং হার্ডকপি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্তির পর অধিদপ্তর কর্তৃক নম্বরপত্র সমতাকরন করার পর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা।

 

Decision regarding foreign student’s admission take place after getting application through online platform and hard copy through concerned Bangladesh Embassy and Ministry of Foreign Affairs.

১. অনলাইনে আবেদন দাখিল https://foreignstudents.dgme.gov.bd/login  

২. ‘ও’ এবং ‘এ’ লেভেল/সমমান পরীক্ষার সনদপত্র ও মার্কসিট (নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত) আপলোডকরণ

৩. পাসপোর্টের কপি আপলোডকরণ

৪. ফি জমাদানের টেলিগ্রাফ ট্রান্সফার /SWIFT এর মূল কপি আপলোডকরণ।

প্রাপ্তিস্থানঃ সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস/মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd

1. Application through online platform (https://foreignstudents.dgme.gov.bd/login)

2. Upload Certificated & Marks Sheet of `O’ and `A’ level/equal standard (Attested by competent authority).

3. Upload Passport copy

4. Upload Original copy of Telegraphic Transfer (T.T)/SWIFT of Processing Fee.

Source of Documents:

Website of Concerned Bangladesh Embassy/Mission, Ministry of Foreign Affairs, Medical Education

& Family Welfare Division and Directorate General of Medical Education.

www.dgme.gov.bd

আবেদন প্রক্রিয়াকরণ ফি ৭০ মার্কিন ডলার

 

 

Application Processing Fee- 70 USD

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে

 

 

within the stipulated time mentioned in the advertisement 

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

 

 

Prof. Dr. Md. Mahiuddin Matubber

Director (Medical Education)

DGME, Mohakhali, Dhaka-1212.

+8801725176469

drmm1967@yahoo.com
৩. বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এর অনুমোদন; ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপন আইন, ২০২২ অনুসারে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজসমূহ স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইন অনুসারে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর আইনে বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক নীতিগত অনুমোদন প্রদান করা হয়। নীতিগত অনুমোদন প্রাপ্তির পর নির্ধারিত ফি উদ্যোক্তা কর্তৃক সরকারি কোষাগারে জমা প্রদানের পর শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদন পাওয়ার  পর এ সংক্রান্ত কমিটির পরিদর্শন প্রতিবেদনের সুপারিশক্রমে    এবং  মাননীয়    মন্ত্রী   মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ-এর অনুমোদনের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. নিন্মবর্ণিত তথ্য ও প্রমাণক সম্বলিত আবেদনপত্র (সাদা কাগজে):

(ক) জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র (পরিমান উল্লেখপূর্বক);

(খ) সংযুক্ত হাসপাতাল ও একাডেমিক ভবন সংক্রান্ত কাগজপত্র (বর্গফুট উল্লেখপূর্বক);

(গ) শিক্ষকমন্ডলীসহ জনবল সংক্রান্ত তথ্যাদি;

(ঘ) ক্লাশরুম, টিউটোরিয়াল রুম, ল্যাবরেটরি, লাইব্রেরী, বইয়ের সংখ্যা;

(ঙ) সংযুক্ত হাসপাতালের শয্যা সংখ্যা ও বেড অকুপেন্সী সংক্রান্ত তথ্য; এবং

(চ) শিক্ষার্থিদের জন্য হোস্টেল সংক্রান্ত বিস্তারিত তথ্য।

২. ১ম পরিদর্শন (নীতিগত অনুমোদন) ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

৩. ২য় পরিদর্শন (চূড়ান্ত অনুমোদন) ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

৪. নীতিগত অনুমোদন প্রাপ্তির পর অনুমোদন ফি হিসেবে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ১৬২০৬০১১৪১১৩০৩ -১১০০০০০০০-১১০০১০০০ -১৪৪১২৯৯ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার জমা প্রদান করতে হবে।

 

 

 

 

অনুমোদন ফি বাবদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১৬২০৬০১১৪১১৩০৩- ১১০০০০০০০- ১১০০১০০০-১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

৬০ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

     পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

৪. বেসরকারি মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুমোদন; বেসরকারি পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ এবং বেসরকারি পর্যায়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ অনুসারে বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত নীতিমালা অনুসারে বেসরকারি ম্যাটস ও আইএসটি স্থাপন ও পরিচালনার জন্য নির্ধারিত ছকসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন প্রদানের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র (সাদা কাগজে)

 

২. নির্ধারিত ছক

 

৩. পূরণকৃত ছকের সাথে সকল প্রমাণক সংযুক্ত করতে হবে। 

 

৪. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

 

৫. নীতিগত অনুমোদন প্রাপ্তির পর শিক্ষা কার্যক্রম শুরুর নিমিত্ত ছাড়পত্র গ্রহণ বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান সংক্রান্ত ট্রেজারী চালানের মূলকপি;

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা প্রদান করতে হবে।

 

নীতিগত অনুমোদন প্রাপ্তির পর ছাড়পত্র ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ১৬২০৬০১১৪১১৩০৩ -১১০০০০০০০-১১০০১০০০ -১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে

৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে।

৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com
৫. বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-এর অনুমোদন; বেসরকারি পর্যায়ে হোমিপ্যাথিক মেডিকেল কলেজ (ডিপ্লোমা) পরিচালনার জন্য বেসরকারি পর্যায়ে হোমিপ্যাথিক মেডিকেল কলেজ (ডিপ্লোমা) স্থাপনের নীতিমালা রয়েছে। উক্ত নীতিমালা অনুসারে বেসরকারি পর্যায়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনার জন্য নির্ধারিত ছকে (বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে পাওয়া যাবে) রেজিষ্টার, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড  বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালার আলোকে আবেদনপত্রটি যাচাই-বাছাইপূর্বক গ্রহণযোগ্য বিবেচিত হলে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক গঠিত কমিটি কর্তৃক প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করা হয় এবং মতামতসহ বোর্ডে প্রতিবেদন প্রদান করা হয় । উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে প্রাথমিক অনুমোদন প্রদান করা হয় । প্রাথমিক অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ করা হয়। পরবর্তীতে মন্ত্রী মহোদয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত অনুমতি প্রদান করা হয়।

বেসরকারি পর্যায়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (ডিপ্লোমা) স্থাপন ও পরিচালনার জন্য নিম্নেবর্ণিত কাগজ পত্র  প্রয়োজন:-

১.   আবেদন পত্র (নির্ধারিত ছকে)।

২. আবেদনপত্রের সাথে আবেদন ফি হিসেবে রেজিষ্টার বরাবর ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার ডিডি/পেঅর্ডার (নতুন প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য)।

 

প্রাপ্তিস্থান:

 বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড
নতুন প্রতিষ্ঠানের স্বীকৃতি/অনুমোদন এর জন্য অনুমোদন ফি ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে বোর্ডের রেজিষ্টার বরাবর জমা প্রদান করতে হবে। অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি/ অনুমোদন নবায়ন এর জন্য স্বীকৃতি/অনুমোদন এর জন্য মেয়াদ  শেষ হওয়ার পূর্বেই স্বীকৃতি/ অনুমোদ নবায়ন ফি বাবদ ৫০০০ (পাঁচ হাজার) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে জমা করতে হবে। ৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com
৬. ইউনানী ও আয়ুর্বেদিকসহ অন্যান্য বিকল্প দেশজ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন ইউনানী ও    আয়ুর্বেদিকসহ অন্যান্য বিকল্প দেশজ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্নাতক মানের বেসরকারি পর্যায়ে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (স্নাতক মান) স্থাপন ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা, ২০১২ এবং ডিপ্লোমা কোর্সের জন্য বেসরকারি পর্যায়ে ইউনানী/আয়ুর্বেদিক কলেজ (ডিপ্লোমা) স্থাপন নীতিমালা রয়েছে। উক্ত নীতিমালা অনুসারে নির্ধারিত ছকসহ (বাংলাদেশ ইউনানী ও আর্য়ুর্বেদিক বোর্ডে পাওয়া যাবে)। রেজিষ্টার, বাংলাদেশ ইউনানী ও আর্য়ুর্বেদিক বোর্ড বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালার আলোকে আবেদনপত্রটি যাচাই-বাছাইপূর্বক গ্রহণযোগ্য বিবেচিত হলে বোর্ড কর্তৃক কমিটি গঠনপূর্বক প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন এবং মতামতসহ বোর্ডে প্রতিবেদন প্রেরণ করা হয়।  উক্ত প্রতিবেদন যাচাই-বাচাই অন্তে গৃহীত হলে প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়। প্রাথমিক অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ করা হয়। পরবর্তীতে বোর্ডের সুপারিশক্রমে ও মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

ইউনানী ও    আয়ুর্বেদিকসহ অন্যান্য বিকল্প দেশজ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান স্হাপন ও পরিচালনার জন্য কাগজপত্রসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।

 

১.  আবেদন পত্র (সাদা কাগজে)

 

২.  পরিদর্শন ফি বাবদ ডিপ্লোমা কোর্সের জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকার এবং স্নাতক কোর্সের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

 

প্রাপ্তিস্থান:

 

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড

পরিদর্শন ফি বাবদ বোর্ডের রেজিষ্টার বরাবর ডিপ্লোমা কোর্সের জন্য ১০,০০০/-(দশ হাজার) টাকার এবং স্নাতক কোর্সের জন্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা প্রদান করতে হবে।

 

অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন বাবদ প্রতি বছরের জন্য ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আর্য়ুবেদিক সিস্টেমস অব মেডিসিন এর নামে ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের মাধ্যমে জমা প্রদান করতে হবে।

৪৫ কার্যদিবস

(মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল এডুকেশন),

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com
৭. তথ্য প্রদান বাংলাদেশের যে কোনো নাগরিক  কর্তৃক আবেদনের ভিত্তিতে তথ্য প্রদান।

১. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন ফরম

২. জমাদানকৃত টাকার রশিদ।

 প্রাপ্তিস্থান:  

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট
তথ্য প্রাপ্তির অনুরোধ ফি এবং তথ্যের মূল্য নির্ধারণ ফি এবং রশিদের মাধ্যমে জমা প্রদান। একটি  তথ্য ইউনিটের জন্য ২০ (বিশ) কার্যদিবস এবং একাধিক তথ্য ইউনিটের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) কার্যদিবস।

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

২.২ প্রাতিষ্ঠানিক সেবা

ক্রমিক নং সেবার নাম সেবা পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর

ও ইমেইল)

১. বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এর একাডেমিক অনুমোদন নবায়ন; বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইন অনুসারে বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ অনুমোদন প্রাপ্তির পরে প্রতি ০২ (দুই) শিক্ষাবর্ষ পর পর একাডেমিক অনুমোদন নবায়ন হালনাগাদ করতে হয়। প্রতি ০২ (দুই) শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নবায়ন ফি বাবদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ট্রেজারি চালানের মাধ্যমে  ১৬২০৬০১১৪১১৩০৩ -১১০০০০০০০-১১০০১০০০-১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করে ট্রেজারি চালানের মূলকপিসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর অনুমোদনক্রমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র;

২. পূর্ববর্তী শিক্ষাবর্ষে নবায়ন পত্রে কোনো শর্ত উল্লেখ থাকলে তা পূরণের প্রমানকসহ বিস্তারিত উল্লেখ করতে হবে।

৩. নবায়ন ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে  ১৬২০৬০১১৪১১৩০৩- ১১০০০০০০০-১১০০১০০০-  ১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে জমাকৃত ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার ট্রেজারি চালানের মূলকপি;

৪. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

নবায়ন ফি বাবদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ট্রেজারি চালানের মাধ্যমে  ১৬২০৬০১১৪১১৩০৩- ১১০০০০০০০-১১০০১০০০- ১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার জমা প্রদান করতে হবে।

৬০ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল

 এডুকেশন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

২. বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এর আসন সংখ্যা নির্ধারণ/বৃদ্ধি; ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ অনুসারে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইনের ১৪ ধারা অনুসারে কলেজের জমি, একাডেমিক ও হাসপাতালের ফ্লোরস্পেস, হাসপাতালের শয্যা সংখ্যা ও অন্যান্য অবকাঠামো বৃদ্ধি করতে হবে। একাডেমিক অনুমোদন প্রাপ্ত কোন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে প্রথম বার শিক্ষার্থী ভর্তি পর ০৫ বছর অতিবাহিত হলে শর্তাদি পূরণ সাপেক্ষে আসন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুপারিশসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে এ সংক্রান্ত পরিদর্শন কমিটি কর্তৃক সরজমিনে পরিদর্শন করে পরিদর্শন প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে মোতাবেক আসন সংখ্যা নির্ধারণ/বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র;

২. আসন বৃদ্ধির বিষয়ে অধিভুক্ত স্ব স্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুপারিশপত্রের কপি;

৩. আসন বৃদ্ধির জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার স্বপক্ষের তথ্যাদি;

৪. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার।

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার অফেরৎযোগ্য পে-অর্ডার জমা প্রদান করতে হবে। ৬০ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল

 এডুকেশন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

৩. বেসরকারি মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনুমোদন নবায়ন; বেসরকারি পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ এবং বেসরকারি পর্যায়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ অনুসারে বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত নীতিমালা অনুসারে বেসরকারি ম্যাটস ও আইএসটি স্থাপন ও পরিচালনার জন্য নির্ধারিত ছকসহ (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাওয়া যাবে) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রদান করা হয় । উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন প্রদানের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. নিন্মবর্ণিত তথ্য ও প্রমাণক সম্বলিত আবেদনপত্র (সাদা কাগজে):

(ক) জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র (পরিমান উল্লেখপূর্বক);

(খ) একাডেমিক ভবন সংক্রান্ত কাগজপত্র (বর্গফুট উল্লেখপূর্বক);

(গ) শিক্ষকমন্ডলীসহ জনবল সংক্রান্ত তথ্যাদি;

(ঘ) ক্লাশরুম, টিউটোরিয়াল রুম, ল্যাবরেটরি, লাইব্রেরী, বইয়ের সংখ্যা;

(ঙ) শিক্ষার্থিদের জন্য হোস্টেল সংক্রান্ত বিস্তারিত তথ্য

২. নির্ধারিত ছক (স্বাস্থ্য শিক্ষা  অধিদপ্তরে পাওয়া যাবে)

৩. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

৪. নীতিগত অনুমোদন প্রাপ্তির পর শিক্ষা কার্যক্রম শুরুর নিমিত্ত ছাড়পত্র গ্রহণ বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান সংক্রান্ত ট্রেজারী চালানের মূলকপি;

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা প্রদান করতে হবে।

নীতিগত অনুমোদন প্রাপ্তির পর ছাড়পত্র ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ১৬২০৬০১১৪১১৩০৩- ১১০০০০০০০-১১০০১০০০-     ১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে।

৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল

 এডুকেশন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

৪. বেসরকারি মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর একাডেমিক অনুমোদন নবায়ন; বেসরকারি পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ এবং বেসরকারি পর্যায়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ অনুসারে বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে।উক্ত নীতিমালা অনুসারে অনুমোদন প্রাপ্তির পরে প্রতি ০২ (দুই) শিক্ষাবর্ষ পর পর একাডেমিক অনুমোদন নবায়ন হালনাগাদ করতে হয়। প্রতি ০২ (দুই) শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নবায়ন ফি বাবদ ১০,০০০/-(দশ হাজার) টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১৬২---১১০০০০০০০-১১০০১০০০-১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করে ট্রেজারী চালানের মূলকপি এবং নীতিমালায় বর্ণিত শর্তাদি পূরণের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে সচিব মহোদয়ের অনুমোদনক্রমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র।

২. পূর্ববর্তী শিক্ষাবর্ষে নবায়ন পত্রে কোনো শর্ত উল্লেখ থাকলে তা পূরণের প্রমানকসহ বিস্তারিত উল্লেখ করতে হবে।

৩. অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাডেমিক অনুমোদন নবায়ন বাবদ প্রতি ০২ (দুই) বছরের জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা প্রদান সংক্রান্ত ট্রেজারি চালানের মূলকপি এবং নীতিমালায় বর্ণিত শর্তাদি পূরণের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র;

নবায়ন ফি বাবদ

ট্রেজারি চালানের মাধ্যমে  ১৬২০৬০১১৪১১৩০৩-

১১০০০০০০০-১১০০১০০০-

১৪৪১২৯৯ কোডে সরকারি কোষাগারে ১০,০০০/- (দশ হাজার) টাকা জমা প্রদান করতে হবে

৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল

 এডুকেশন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

৫. বেসরকারি মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর আসন সংখ্যা নির্ধারণ/বৃদ্ধি; বেসরকারি পর্যায়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ এবং বেসরকারি পর্যায়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১০ অনুসারে বেসরকারি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপিত ও পরিচালিত হয়ে থাকে। বেসরকারি ম্যাটস ও আইএসটিতে আসন সংখ্যা বৃদ্ধির জন্য নীতিমালায় বর্ণিত শর্তাদি পূরণের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর নীতিমালায় বর্ণিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রদান করা হয়। উক্ত প্রতিবেদন যাচাই-বাছাই অন্তে গৃহীত হলে মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

১. আবেদন পত্র।

২. পরিদর্শন ফি বাবদ পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

৩. এ সংক্রান্ত নীতিমালায় বর্ণিত শর্তাদি পূরণের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রাদি;

পরিদর্শন ফি বাবদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এর অনুকূলে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা প্রদান করতে হবে। ৪৫ কার্যদিবস (মাননীয় মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর

পরিচালক (মেডিকেল

 এডুকেশন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২

+৮৮০১৭২৫১৭৬৪৬৯

drmm1967@yahoo.com

৬.

পদ সৃজন

(স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সংস্থার পদসৃজন)

বিদ্যমান বিধি ও বিধান অনুসরণে প্রস্তাবনা মহাপরিচালক মহোদয়ের সম্মতি ও সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

পদ সৃজন এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিত চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তিস্থান:

১। জনপ্রশাসন মন্ত্রণালয়

২। প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

৩। এইচ আর এম শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনা মূল্যে ৩০ কর্মদিবস

ডা. মোঃ মাসুদুর রহমান

পরিচালক (মানব সম্পদ ব্যবস্হাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

০১৮১৭০৭৮৯০৭

masud0103@yahoo.com

৭.

পদ সংরক্ষণ

(স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সংস্থার পদ সংরক্ষণ)

পদ সৃজনের আদেশ জারির পর মন্ত্রিপরিষদের আদেশ মোতাবেক প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে ৩ বছর মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুমতিক্রমে এবং ৪র্থ বছর হতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিক্রমে পদ সংরক্ষণ-এর জন্য সুপারিশ প্রেরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিত চেকলিস্ট পদ সৃজনের সরকারি আদেশ, পদ সৃজনের পর সকল সংরক্ষণের মঞ্জুরী আদেশ।

প্রাপ্তিস্থান:

এইচ আর এম শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনা মূল্যে ৩০ কর্মদিবস

ডা. মোঃ মাসুদুর রহমান

পরিচালক (মানব সম্পদ ব্যবস্হাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

০১৮১৭০৭৮৯০৭

masud0103@yahoo.com

৮.

পদ স্থায়ীকরণ

(স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সংস্থার পদ সংরক্ষণ)

বিদ্যমান বিধি বিধান অনুসরনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগের সম্মতিক্রমে আদেশ জারির জন্য সুপারিশ করা হয়।

১.পদ স্থায়ীকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম (পূরণকৃত)

২.দপ্তর/অধিদপ্তরের প্রস্তাব

৩.পদ সৃজনের সরকারি আদেশ

৪.পদ সৃজনের পর সকল পদ সংরক্ষণের মঞ্জুরী আদেশ।

প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনা মূল্যে ৩০ কর্মদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৯. অধিদপ্তর নিয়ন্ত্রিত দপ্তর সমূহের প্রধান এর বদলী জনিত কারণে সাময়িকভাবে আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এর ক্ষমতা প্রদান

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন।

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন।

৩। অনুমোদনের জন্য সদয় উপস্থাপন।

৪। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

বদলী/ পদায়নে প্রজ্ঞাপন 

আর্টিকেল ৪৭

বিনামূল্যে ৩-৪ কর্মদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১০. উন্নয়ন প্রকল্প (ডিপিপি প্রণয়ন) বিদ্যামান বিধি-বিধান অনুসরণ পূর্বক জনপ্রশাসন, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের সহায়তায় ডিপিপি প্রণয়ন করা হয়।

১.  PIP ছক

২.  OP ছক

৩.  DPP/TPP ছক

প্রাপ্তিস্থান:

১) পরিকল্পনা শাখা, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ

২) পরিকল্পনা কমিশন

বিনামূল্যে পরিকল্পনা বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ সংশোধিত পরিপত্রের নির্দেশিত সময়ানুযায়ী

ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৩২২৮৫৬৩৪৮

mujtahid30@yahoo.com

 

১১. গবেষণা কার্যক্রমের সহায়তা ও সমন্বয় গবেষণা কার্যক্রমে টেকনিক্যাল সহয়াতা প্রদান এবং মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আইএইচটি, ম্যাটস্ এবং অল্টারনেটিভ মেডিকেল কলেজ সমূহে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান।

প্রাপ্তিস্থান:

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন) এর দপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে

অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১৮৫৩১৩৩৯

farid.uddin483@gmail.com

 

১২. কারিকুলাম প্রনয়ন, পর্যালোচনা ও যুগোপযোগীকরণ

এমবিবিএস, বিডিএস, এএমসি, আইএইচটি ও ম্যাটর্স কোর্সের কারিকুলাম প্রনয়ন, পর্যালোচনা, যুগোপযোগীকরণ ও হালনাগাদ করা।

[পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন) এর দপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমডিসি, সিএমই, ষ্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সহযোগিতায় সম্পন্ন করা হয়।]

  বিনামূল্যে যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্টদের সহযোগিতায়

অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন

পরিচালক (প্রকাশনা, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১৮৫৩১৩৩৯

farid.uddin483@gmail.com

 

১৩.

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং আওতাধীন প্রতিষ্ঠানের-

ক) বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) অনুমোদন।

খ) দরপত্রের প্রশাসনিক অনুমোদন প্রদান।

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন।

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন।

৩। অনুমোদনের জন্য সদয় উপস্থাপন।

৪। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

৫। অনুমোদিত হইলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

প্রাপ্তিস্থান:

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা) এর দপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে ৭-১০ কর্ম দিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক

ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

১৪. তদন্ত কার্যক্রম পরিচালনা বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা   বিনামূল্যে যথাসম্ভব যৌক্তিক সময়ের মধ্যে

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১৫. চিকিৎসকদের চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য প্রেষণ আবেদন মন্ত্রণালয়ে অগ্রবর্তীকরণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি চিকিৎসকদের আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট বিধি বিধান ও দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত)’ অনুযায়ী  প্রেষণ মঞ্জুর/আবেদন স্বাস্হ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অগ্রবর্তীকরণ হয়।

১) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর সাদা কাগজে আবেদন

২) হালনাগাদ পূর্ণাঙ্গ HRIS BioData

৩) প্রেষণ মঞ্জুর সংক্রান্ত নির্ধারিত প্রস্তাব ফরম

৪) প্রার্থীত ডিগ্রির ভর্তি পরীক্ষার ফলাফল অথবা ফেইজ/পার্ট উত্তীর্ণের ফলাফল

৫) ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নোটারাইজড অঙ্গীকারনামা (যা আবেদনকারী সরবরাহ করবেন)।

৬) আবেদনের স্বপক্ষে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র (যদি থাকে)

প্রাপ্তিস্থান :

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট

বিনামূল্যে ৭-১০ কর্ম দিবস

ডা. মোঃ মাসুদুর রহমান

পরিচালক (মানব সম্পদ ব্যবস্হাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

০১৮১৭০৭৮৯০৭

masud0103@yahoo.com

১৬. মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নের উত্তর প্রস্তুত করা

ক) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রশ্ন তালিকা পাওয়ার পর আওতাধীন প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করা হয়।

খ) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশ্নের উত্তর প্রেরণ

১) প্রশ্ন তালিকা বিনামূল্যে ৩ কার্যদিবস

অধ্যাপক ডা. নাজমুল হোসেন

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

০২৪১০৮২৫০১/৫০২

heartsurgeon007@gmail.com

 

১৭. মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর জন্য প্রশ্নের উত্তর প্রস্তুত করা

ক) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রশ্ন তালিকা পাওয়ার পর আওতাধীন প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করা হয়।

খ) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশ্নের উত্তর প্রেরণ

১) প্রশ্ন তালিকা বিনামূল্যে ৫ কার্যদিবস

অধ্যাপক ডা. নাজমুল হোসেন

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

০২৪১০৮২৫০১/৫০২

heartsurgeon007@gmail.com

 

১৮. বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ হতে প্রেরিত খসড়া নীতিমালা, কৌশল এবং নির্দেশিকার ওপর মতামত প্রদান পত্র কিংবা ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত খসড়া নীতিমালা, কৌশল এবং নির্দেশিকা পরিবীক্ষণ করে এবং আওতাধীন দপ্তর/সংস্থা হতে মতামত উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ হতে প্রাপ্ত নীতিমালা, কৌশল এবং নির্দেশিকার খসড়া এবং দপ্তর/সংস্থা হতে প্রাপ্ত মতামত। বিনামূল্যে ২০ কার্যদিবস

অধ্যাপক ডা. নাজমুল হোসেন

মহাপরিচালক

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

০২৪১০৮২৫০১/৫০২

heartsurgeon007@gmail.com

 

১৯. পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ সরেজমিনে পরিদর্শন পরবর্তী প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহন এবং প্রযোজ্যক্ষেত্রে প্রতিবেদন সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের বিবিধ ফরম এ পরিদর্শন ছক রয়েছে। বিনামূল্যে ০৭ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

২০. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রেরিত মামলাসমূহের ওপর মতামত প্রদান পত্র কিংবা ই-মেইলের মাধ্যমে বিভাগের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহপূর্বক খসড়া মতামত প্রস্তুত করা হয়। খসড়া মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়।   বিনামূল্যে ০৭ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

২.৩ অভ্যন্তরীণ সেবা

ক্রমিক নং সেবার নাম সেবা পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)
১. অর্জিত ছুটি/শ্রান্তি বিনোদন ছুটি/ শিক্ষা ছুটি/ বিনা বেতনে অর্জিত ছুটি ইত্যাদি বিভিন্ন প্রকার ছুটি মঞ্জুর আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) অনুমোদনক্রমে সরকারি আদেশ জারি করা হয়। তৃতীয় বা তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ।

১. সাদা কাগজে আবেদনপত্র

২. নির্ধারিত ফর্মে (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫)

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)/ প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে)।

প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে

৭ কর্মদিবস 

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

২.

বিভাগীয় পরীক্ষার/ সিনিয়র স্কেল পরীক্ষার আবেদনপত্র মন্ত্রণালয়ে প্রেরণ

স্থানীয় কর্তৃপক্ষের ফরওয়াডিংসহ আবেদনপত্র মন্ত্রণালয়ে প্রেরণ। 

স্থানীয় কর্তৃপক্ষের ফরওয়াডিংসহ আবেদনপত্র 

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মোঃ মাসুদুর রহমান

পরিচালক (মানব সম্পদ ব্যবস্হাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

০১৮১৭০৭৮৯০৭

masud0103@yahoo.com

৩.

ক। বহিঃ বাংলাদেশ (অর্জিত/শিক্ষা) ছুটি মঞ্জুর

খ। লিয়েন মঞ্জুর/লিয়েন বর্ধিতকরণ মঞ্জুর

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিষ্পত্তি করে (সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমনের অনুমতি সংক্রান্ত আনুষাঙ্গিক নির্দেশনা এবং লিয়েন সংক্রান্ত নীতিমালা অনুসরনে) কর্মচারীদের ক্ষেত্রে সরকারী আদেশ জারী। 

কর্মকর্তাদের ক্ষেত্রে, বহিঃ বাংলাদেশ (অর্জিত/শিক্ষা), লিয়েন মঞ্জুর/লিয়েন বর্ধিতকরণ মঞ্জুরের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ।

১. সাদা কাগজে আবেদনপত্র

২. নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫)

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন (গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে)

৩. ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেডেটেড কর্মচারীদের ক্ষেত্রে)

৪. অফার লেটার

৫. লিয়েন শেষে দেশে ফিরে আসার অঙ্গীকারনামা।

প্রাপ্তি স্থান: প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৪.

উচ্চতর গ্রেড প্রদান

আবেদন পাওয়ার পর সরকার নির্ধারিত কমিটির সভায় উপস্থাপন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মচারীদের কাছে মঞ্জুরি আদেশ জারি করা/ কর্মকর্তাদের ক্ষেত্রে মন্ত্রণালয় অগ্রবর্তিকরণ

১) আবেদনপত্র

২) হালনাগাদ এইচআরআইএস

৩) পূর্ববর্তী পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন

৪) চাকুরি সন্তোষজনক মর্মে প্রত্যয়পত্র

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৫.

মৃত কর্মকর্তা/কর্মচারীদের পাওনা আর্থিক সুবিধাদি প্রদানের লক্ষ্যে দপ্তর প্রধানকে আয়ন ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এর ক্ষমতা প্রদান

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন

৩। অনুমোদন জন্য সদয় উপস্থাপন

৪। দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন।

৫। অনুমোদিত হইলে পরিচ্ছন্ন পত্র উপস্থাপন ও স্বাক্ষর

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান: প্রশাসন শাখা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিনামূল্যে

৭ কর্মদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৬.

সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম মঞ্জুরী প্রদান

 

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুরির জন্য প্রথান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত অর্থ-স্থিতির প্রত্যয়নসহ আবেদনের পরিপ্রেক্ষিতে তা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সরকারি আদেশ জারি ও সংশ্লিষ্টদের অহহিত করা হয়।

জিপিএফ অগ্রিম (অফেরতযোগ্য)

১। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অগ্রবর্তীকরণ পত্র

২। অগ্রিম গ্রহণকারির আবেদন

৩। যথাযথভাবে পূরণকৃত ফরম নং-২৬৩৯

৪। অনলাইন জিপিএফ স্লিপ (আবেদনকারীর সীল/স্বাক্ষর এবং নিয়ন্ত্রনকারীর প্রতিস্বাক্ষরসহ)

৫। আবেদনকারীর HRIS Biodata

৬। এসএসসি সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে চাকুরি বহির সত্যায়িত ফটোকপি

জিপিএফ অগ্রিম (ফেরতযোগ্য)

১। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অগ্রবর্তীকরণ পত্র

২। অগ্রিম গ্রহণকারির আবেদন

৩। যথাযথভাবে পূরণকৃত ফরম নং-২৬৩৯

৪। অনলাইন জিপিএফ স্লিপ (আবেদনকারীর সীল/স্বাক্ষর এবং নিয়ন্ত্রনকারীর প্রতিস্বাক্ষরসহ)

৫। আবেদনকারীর HRIS Biodata

৬। সর্বশেষ মাসের বেতন বিলের অনলাইন কপি

৭। পূর্বের জিপিএফ অগ্রিম গ্রহনের আদেশের কপি

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান: আর্থিক ব্যবস্থাপনা শাখা, স্বাস্থ্য শিক্ষ অধিদপ্তর।

বিনামূল্যে

৭-১০ কর্ম দিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

৭.

পেনশন সেবা, পিআরএল, লামগ্রান্ট মঞ্জুরী

১। প্রয়োজনীয় কাগজপত্রসহ নথি উপস্থাপন

২। নথির কাগজপত্র যাচাইকরণ, নোট প্রদানসহ সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন

৩। অনুমোদন জন্য সদয় উপস্থাপন

৪। অনুমোদিত হইলে মন্ত্রণালয়ে অগ্রবর্তিকরণ

 

 

 

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৮.

বিভাগীয় মামলা, ফৌজদারি মামলা ও দুদক মামলা নাই মর্মে প্রত্যয়নপত্র প্রদান।

সার্ভিস বহি, ব্যক্তিগত নথি, কর্মস্হল সমূহে প্রদত্ত প্রত্যয়নপত্র পর্যালোচনা সাপেক্ষে প্রদান করা হয়।

১) আবেদন, ২) হালনাদাগকৃত HRIS, ৩) চাকুরীর নুন্যতম শেষ তিন বছরের কর্মস্হলের প্রত্যয়নপত্র, ৪) সার্ভিস বহি/ ব্যক্তিগত নথি।

বিনামূল্যে

১৫ কার্যদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

৯.

শৃঙ্খলাঃ অভিযোগের তদন্ত

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের কারো বিরুদ্ধে কোনো যৌক্তিক অভিযোগ উত্থাপিত হলে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়।

১) সুনির্দিষ্ট অভিযোগ,

২) অভিযোগকারীর সুনির্দিষ্ট ঠিকানা

৩) অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ।

প্রযোজ্য নয়

৭-১০ দিন

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (শৃঙ্খলা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১০.     

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন প্রতিষ্ঠানের প্রথম (১ম) শ্রেণির কর্মকর্তাদের পেনশন সংক্রান্ত অডিট ছাড়পত্র প্রস্তাব অগ্রায়ন

 

 

 

এ অধিদপ্তর এর আওতাধীন প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে স্বয়ংসম্পূর্ণ আবেদনের পরিপ্রেক্ষিতে অডিট অনাপত্তিসহ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ।

১ম শ্রেণির জীবিত কর্মকর্তাদের অডিট ছাড়পত্র প্রদানের নিমিত্ত কাগজপত্র:

১। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র (সচিব বরাবর)

২। পিআরএল মঞ্জুরীর প্রজ্ঞাপন (সত্যায়িত)

৩। হিসাব রক্ষণ অফিস কর্তৃক স্বাক্ষর/সীলসহ পূর্ণাঙ্গ চাকরি বিবরণী (সত্যায়িত)

৪। চাকুরী স্থায়ীকরনের অফিস আদেশ

৫। পূর্ণাঙ্গ হালনাগাদ পিডিএস/HRIS Full Biodata (প্রতিস্বাক্ষরিত)

৬। পূর্ণাঙ্গ চাকরি বিবরণী উল্লেখসহ স্ব-স্বাক্ষরিত ব্যাক্তিগত জীবন বৃত্তান্ত

৭। সর্বশেষ কর্মস্হলের বিপরীতে প্রত্যাশিত শেষ বেতন সনদ (ইএলপিসি)-সত্যায়িত

৮। ইএলপিসি-তে উল্লিখিত বেতন গ্রেডের সাপেক্ষে সর্বশেষ পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রাপ্তির অফিস আদেশ ও পে-ফিক্সেশন

৯। ইএলপিসি-তে অতিরিক্ত বেতন-ভাতাদি বাবদ সমর্পিত অর্থ যদি থেকে থাকে সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে)

১০। দপ্তর প্রধান কর্তৃক প্রদত্ত আবেদনকারির চাকরিতে যোগদানের তারিখ হতে পিআরএল পর্যন্ত শৃঙ্খলাজনিত (বিভাগীয় মামলা, ফৌজদারী মামলা/দুর্নীতি দমন কমিশন মামলা) প্রত্যয়ন পত্র

১১। সর্বশেষ ৩ বছরের কর্মস্থলে কর্মকালীন সময় উল্লেখপূর্বক অডিট আপত্তি/অনাপত্তির প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তুক স্বাক্ষরিত মূলকপি)

১২। আবেদনকারীর স্ব-স্বাক্ষরিত অঙ্গীকারনামা (সত্যায়িত)

১৩। না-দাবীপত্র [সংযোজনী-৮ ফরম]

বিনামূল্যে

১০ কর্মদিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

১১. স্বাস্থ্য অডিট অধিদপ্তর কর্তৃক উত্থাপিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থার অডিট আপত্তির ব্রডশীট জবাব সুপারিশসহ প্রেরণ। স্বাস্থ্য অডিট অধিদপ্তর কর্তৃক উত্থাপিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/সংস্থার অডিট আপত্তির ব্রডশীট জবাবসমূহের জন্য স্থানীয় অফিসের জবাব ও প্রমাণকের আলোকে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে নিস্পত্তির সুপারিশসহ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ/স্বাস্থ্য অডিট অধিদপ্তরে প্রেরণ করা হয়।

১। নিরীক্ষার প্রতিবেদন।

২। স্থানীয় অফিসের ব্রডশীট জবাব।

৩। জবাবের সমর্থনে প্রমাণক।

বিনামূল্যে ১০ কর্মদিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

১২.

সাধারণ ভবিষ্য তহবিল হতে চুড়ান্ত উত্তোলনের মঞ্জুরি

    বিনামূল্যে ১০ কর্মদিবস

ডা. মিছবাহ উদ্দীন আহমদ

পরিচালক (প্রশাসন)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১১ ২৭০৩৯২

dr_misbah69@yahoo.com

১৩. সরকারি কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ প্রদানের আবেদন অগ্রায়ন প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন জমা দেয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মন্ত্রনালয়ে প্রেরণ

ক) আবেদনকারীর আবেদন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অগ্রায়ন

ক) ঋণ প্রদানকারি ব্যাংক কর্তৃক সাময়িক অনুমোদন পত্র

বিনামূল্যে ১০ কর্মদিবস

ডা. মো. জাহাঙ্গীর রশিদ

পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১২৯৯৭৬০২

drjahangircolin@gmail.com

৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS: Grievances Redress System)

ক্রমিক

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তি সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সমাধান দিতে অপারগ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

ডা. এস. এম. সোয়েব আহমেদ চিশতী

উপ-পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

০১৭১১৩৮৪৭৪৪

shoaibdr2003@yahoo.com

৪৫ দিন

বিকল্প কর্মকর্তা

ডা. আবদুল মজিদ ওসমানী

উপ-পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম)

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২।

+৮৮০১৭১৬৮৪৫৮৬৮

osmani11243@gmail.com

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে অপারগ হলে

আপিল কর্মকর্তা

ফারজানা মান্নান (১৫২০৯)

যুগ্মসচিব (নার্সিং শিক্ষা অধিশাখা)

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

মোবাইল: ০১৮৭৯১৩২১৭৩

ফোন: ৫৫১০০৬৬৪

ই-মেইল: nursedu@mefwd.gov.bd

১ মাস

 

 

৪) আপনার (সেবা গ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর) প্রত্যাশা:

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান

২)

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা

৩)

প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ইমেইলের নির্দেশনা অনুসরণ করা

৪)

সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

৫)

অনাবশ্যক ফোন/তদবির না করা।